ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এ ভূমিকম্পের কারণে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। রটার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে, দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বুধবার (৫ ফেব্রুয়ারি) ভূমিকম্পের গভীরতা ৮১ কিলোমিটার ছিল বলে জানিয়েছে।
সংস্থাটি তাদের এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। এ ঘটনার পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এবং ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের ওপর অবস্থিত, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকি প্রচুর। এই অঞ্চলের টেকটোনিক প্লেটগুলোর সংযোগস্থল হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।